ভারত হাসিনাকে ফেরত না পাঠালে কিছুই করার নেই
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১০ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৪ পিএম
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাতে রাজি না হলে কিছুই করার নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বুধবার (১০ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনা ইস্যুতে ভারতকে রাজি হতে হবে, নতুবা ফেরত পাঠাতে চাইতে হবে। ঢাকার ফেরত চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তবে শেখ হাসিনার তৃতীয় দেশে পাঠানোর বিষয়ে কূটনীতিক চ্যানেলে কোনো তথ্য নেই।’
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনা ইস্যুতে ভারতকে রাজি হতে হবে, নতুবা ফেরত পাঠাতে চাইতে হবে। ঢাকার ফেরত চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তবে শেখ হাসিনার তৃতীয় দেশে পাঠানোর বিষয়ে কূটনীতিক চ্যানেলে কোনো তথ্য নেই।’
তিনি আরও বলেন, রাজি না হলে আসলে কিছু করার নেই। আমরা রাজি করানোর চেষ্টা করে থাকতে পারি। আমরা রাজি করানোর চেষ্টা চালিয়ে যেতে পারব, এর চেয়ে বেশি কিছু নয়।
উপদেষ্টা বলেন, মানবাধিকার ইস্যুতে আর কোনো বিদেশি নিষেধাজ্ঞার আশঙ্কা নেই। র্যাব কয়েকমাসে যথেষ্ট উন্নতি করেছে, মানবাধিকার রক্ষায় সরকারের শতভাগ চেষ্টা রয়েছে।
এ সময় ডিজেএফআই প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, ডিজেএফআইয়ের মতো সংস্থা পৃথিবীর সব দেশে আছে। জাতিসংঘের সুপারিশে তা বিলুপ্ত করার সুযোগ নেই।
এ সময় ডিজেএফআই প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, ডিজেএফআইয়ের মতো সংস্থা পৃথিবীর সব দেশে আছে। জাতিসংঘের সুপারিশে তা বিলুপ্ত করার সুযোগ নেই।
বিপি/আইএইচ
