দুই ‘যদি’তে আটকে আছে খালেদার লন্ডন যাত্রা

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪৯ এএম
দুই ‘যদি’তে আটকে আছে খালেদার লন্ডন যাত্রা
ছবি: সংগৃহীত

উন্নত চিকিৎসার জন্য রবিবার (৭ ডিসেম্বর) লন্ডন যাওয়ার কথা ছিল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার। কিন্তু দেশ ছাড়ার ঠিক একদিন আগে আনা হয় এই সূচিতে পরিবর্তন। নতুন সূচি অনুযায়ী সব কিছু ঠিক থাকলে আগামী ১০ ডিসেম্বর দেশ ছাড়বেন তিনি।

তবে খালেদার এই বিদেশ যাত্রা এখন অবধি আটকে রয়েছে দুই ‘যদি’র ওপর।

যদি খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির উন্নতি হয়, আর যদি মেডিক্যাল টিমের পক্ষ থেকে দেশ ছাড়ার বিষয়ে মেলে সবুজ সংকেত, তবেই ১০ ডিসেম্বর লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে সাবেক এই প্রধানমন্ত্রীকে।

গেল কয়েকদিন অবস্থা স্থিতিশীল থাকার পর হুট করেই শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে অবনতি হয় খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির। পাকিস্থলিতে হুট করেই রক্তক্ষরণ শুরু হয়। উপায় না দেখে রাতেই করানো হয় এন্ডোস্কোপি।

এন্ডোস্কোপি করানোর পর রক্তক্ষরণ বন্ধ হয় তার। তবে শারীরিক অবস্থা ততক্ষণে চলে গিয়েছে খারাপের দিকে। যে কারণে স্থগিত করা হয় বিদেশ যাত্রা।

খালেদা জিয়াকে বিদেশে নেয়ার বিষয়ে শনিবার (৫ ডিসেম্বর) গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন তার চিকিৎসক দল। সেখান থেকে সবুজ সংকেত মিললেই শুরু হবে বিদেশ যাত্রার প্রস্তুতি নেয়া।

এদিকে কাতারের যেই এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল বাংলাদেশে, সেটি কারিগরি ত্রুটি দেখা দেয়ায় নতুন একটি প্রেরণ করবে কাতার সরকার। সেটি বাংলাদেশে এসে পৌছানোর কথা রয়েছে আগামী ৯ ডিসেম্বর। ১০ ডিসেম্বর খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের পথে উরাল দেবে সেই অ্যাম্বুলেন্সটি।