তৃতীয় দফায় পেছাল খালেদা জিয়ার লন্ডন যাত্রা

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:০৬ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ এএম
তৃতীয় দফায় পেছাল খালেদা জিয়ার লন্ডন যাত্রা
ফাইল ছবি

তৃতীয়বারের মতো পেছাল উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডন নেয়ার তারিখ। রোববার (৭ ডিসেম্বর) উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেয়ার কথা থাকলেও সেটি এখন হচ্ছে না।

নতুন সূচি অনুযায়ী, সব কিছু ঠিক থাকলে আগামী ১০ ডিসেম্বর দেশ ছাড়বেন সাবেক এই প্রধানমন্ত্রী।

মূলত এয়ার অ্যাম্বুলেন্স আসতে বিলম্ব হওয়া ও হুট করেই বিএনপি চেয়ারপার্সনের শারীরিক পরিস্থিতির অবণতি হওয়ায় পেছানো হয়েছে তার লন্ডন যাত্রা।

খালেদা জিয়ার একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার এ খবর নিশ্চিত করেছেন।

সাত্তার বলেন, ‘ম্যাডামের লন্ডন যাত্রা পিছিয়েছে। এই মুহূর্তে নতুন করে কোনো তারিখ বলতে পারছি না। এয়ার অ্যাম্বুলেন্স আসার পরে যে কোনো দিনই উনাকে নেওয়া হবে।’

তবে দলীয় একটি সূত্রে জানা গেছে, আগামী ১০ ডিসেম্বর নেয়া হতে পারে খালেদা জিয়াকে।

সূত্রের দেয়া তথ্য মতে, কাতারের ব্যবস্থাপনায় নতুন করে যে এয়ার অ্যাম্বুলেন্স আনা হচ্ছে সেটি ৯ ডিসেম্বর ঢাকায় আসবে। সেটি ঢাকা থেকে ১০ ডিসেম্বর ছেড়ে যাওয়ার প্রাথমিক সময়সূচি নির্ধারণ করা হয়েছে।