গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ছয়জন দগ্ধ

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক ঢাকা
প্রকাশিত:০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৯ এএম
গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ছয়জন দগ্ধ
প্রতীকী ছবি

রাজধানীর আগারগাঁওয়ে একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে। এতে অগ্নিদগ্ধ হয়েছেন একই পরিবারের ছয় জন।

শনিবার (৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে। পরে পৌনে আটটার দিকে তাদের বার্ন ইউনিটে ভর্তি কর হয়।

দগ্ধরা হলেন, মো. জলিল মিয়া (৫০), আনেজা বেগম (৪০), আসিফ মিয়া (১৯), সাকিব মিয়া (১৬), মনিরা (১৭) ও ইভা (৬)।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা মেয়ে জামাই আফরান মিয়া বলেন, আমার শ্বশুর জলিল মিয়া আগারগাঁওয়ের পাকা মার্কেট ইসলামিক ফাউন্ডেশনের বাম পাশের একটি বাসায় পরিবার নিয়ে বসবাস করেন। আজ ভোর সাড়ে ৪টার দিকে আকস্মিক গ্যাসের লাইন বিস্ফোরণ ঘটে। এতে আমার শ্বশুরের পরিবারের ছয়জন দগ্ধ হয়।

তিনি আরও বলেন, খবর পেয়ে আমরা সকাল পৌনে ৮টার দিকে তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে আসি। বর্তমানে বার্ন ইউনিটে তাদের চিকিৎসা চলছে।