অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ এবং গ্যাসের অপব্যবহার রোধকল্পে গতকাল বৃহস্পতিবার ঢাকার পল্লবী, ইস্টার্ন হাউজিং এবং মিরপুরে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ৫টি স্পটে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান চলাকালীন শিল্প এবং আবাসিক উভয় খাতের সর্বমোট ১৫ হাজার ১৫০ ঘনফুট/ঘণ্টা গ্যাসের অবৈধ লোড বিচ্ছিন্ন করা হয়।
অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে দুটি শিল্পপ্রতিষ্ঠানের ওপর সর্বমোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে তাৎক্ষণিক আদায় করা হয়েছে। এর মধ্যে, নিউ একতা ওয়াশিং কারখানাকে ১ লাখ টাকা এবং মেসার্স বি.কে থ্রেড অ্যান্ড এক্সেসরিজ কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া, হেভেন ইন্টারন্যাশনাল ডাই প্রসেসিং কারখানার অবৈধ সংযোগও সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করা হয়েছে।
একইভাবে পল্লবীর রূপনগর এবং বালুর মাঠ বস্তি সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে ৫০০ টিরও অধিক অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
