১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানে সরকার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগামী ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচী ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
নাশকতা এড়াতে ইতোমধ্যেই বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেট্রোলিং। নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে কেপিআইভুক্ত স্থাপনাগুলোর। একইসঙ্গে যে কোনো জায়গায় খোলা তেল বিক্রি বন্ধসহ নেয়া হয়েছে নানা ব্যবস্থা।
মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, 'এখানে বড় ধরনের আলোচনা হয়েছে, যে বিষয়ে আপনাদের একটু সহযোগিতা দরকার। সন্দেহভাজন কাউকে দেখলে সাথে সাথে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো।'
উপদেষ্টা বলেন, '১৩ নভেম্বর নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থান নিয়েছে। এরা একটা শক্ত অবস্থানে থাকবে। পরিস্থিতি স্বাভাবিক থাকবে। কোন আশঙ্কা এখানে নেই।'
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, 'আর সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আপনার অনেক সময় বলেন সন্ত্রাসীরা খুব তাড়াতাড়ি জামিন পেয়ে যায়, সহজে যাতে জামিন না পায় এজন্য আমরা তাদেরও অনুরোধ করব, যারা জামিন দেয় তারা যাতে সন্ত্রাসীদের জামিন না দেয়।'
কিছুদিন আগেই ঢাকা লকডাউনের ডাক দেয় আওয়ামী লীগ। ১৩ নভেম্বর ঢাকা লকডাউনের পাশাপাশি হরতালও ডেকেছে দলটি।
