খুলে দেয়া হলো শাহজালাল বিমানবন্দরে ই-গেট
                                
                                                                    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইলেকট্রনিক গেট (ই-গেট) খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (৪ নভেম্বর) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভাশেষে উপদেষ্টা এ তথ্য জানান।
তিনি বলেন, 'সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বিমানবন্দরে যে আমাদের ইলেকট্রনিক গেট আছে, সেটা আমরা খুলে দিয়েছি। ছোটখাটো যে সমস্যা আছে সেগুলো সমাধান করে উপরেরটা মনে হয় খোলা যায় না সেটাও খুলে দেওয়া হবে।'
উপদেষ্টা বলেন, 'সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয় সেই উস্কানিমূলক বক্তব্যগুলো অনেক সময় সত্যি হয় না। এগুলো মোকাবেলায় সাংবাদিকরা সঠিক তথ্য পরিবেশন করতে পারে।'
'এছাড়া লুট হওয়া অস্ত্রগুলো আমরা কত তাড়াতাড়ি উদ্ধার করতে পারি এই বিষয়ে আলোচনা হয়েছে।'
বিএনপির নমিনেশন ঘোষণার পর কিছু কিছু জায়গায় বিশৃঙ্খলা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, তবে যতটা মনে করা হয়েছিল ততটা নয়। ছোটখাটো কিছু ঘটনা ঘটেছে, সেগুলোর বিষয়ে আলোচনা হয়েছে।'
