ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের রায় আগামী সপ্তাহে হবে: তথ্য উপদেষ্টা
                                
                                                                    ‘আগামী সপ্তাহে ফ্যাস্টিট, খুনি শেখ হাসিনার বিচার হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন আমরা একটা রায় পাবো। যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের একটা ব্যথার উপশম হবে। তারা কষ্টের মধ্যে ছিলেন।’
মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সরকারি কর্মকর্তা ও নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় কালে এ কথা বলেন তিনি।
এ সময় মাহফুজ আরও বলেন, ‘একই সঙ্গে অনেকের বিচারের কার্যক্রম চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। যারা আমাদের ছাত্র-জনতাকে হত্যা করছে, গুম-খুন করছে সবার বিচার হবে।’
সংস্কার প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার অনেকদূর অগ্রসর হয়েছে। জুলাই সনদে আমরা স্বাক্ষর করছি। এটি বাংলাদেশের জন্য অনেক প্রাপ্তি। বাংলাদেশ নতুন পর্বে রওনা হলো।
‘শেখ হাসিনাকে উৎখাত করে নতুন সরকার নিয়ে আসলাম। এখন জুলাই সনদ এবং এ সরকারের কার্যক্রমের মাধ্যমে পরবর্তী সময়ে নির্বাচিত যে সরকার আসবে তারা যেন কাজগুলো করতে পারে। আমরা সবাই যে বাংলাদেশ চেয়েছিলাম, তাহলে সেরকম একটা বাংলাদেশ হবে। সবার মতামত ও ভারসাম্য থাকবে। বিচার এবং আইনের সুশাসন থাকবে। গুম-খুন আর ফিরে আসবে না।’
