ফের পেছাল আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ

Staff Reporter
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৪ নভেম্বর ২০২৫, ১২:৩০ পিএম
ফের পেছাল আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ
ফাইল ছবি

স্বাক্ষী না আসায় ফের পেছালো আবু সাঈদ হত্যা মামলার স্বাক্ষ্যগ্রহণ। আর সে কারণে প্রসিকিউশনের অনুরোধে মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়ে আগামী ১০ নভেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ নিয়ে দ্বিতীয় দফায় পেছাল স্বাক্ষ্যগ্রহণ।

জুলাই গণঅভ্যুত্থানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধে সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে দশম দিনের সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল মঙ্গলবার (৪ নভেম্বর)। কিন্তু স্বাক্ষী আদালতে উপস্থিত হতে না পারায় প্রসিকিউশনের পক্ষে সময় চেয়ে আবেদন করা হয়। পরে আবেদন মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন আদালত।

মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা সোয়া ১১টার পর এ দিন ধার্য করেন ট্রাইব্যুনাল-২।

এর আগে গত ১৩ অক্টোবর সাক্ষ্যগ্রহণের কথা ছিল। তবে সেদিনও সাক্ষী হাজির করতে পারেনি প্রসিকিউশন। যে কারণে সময় চেয়ে আবেদন করেছিলেন প্রসিকিউটর মঈনুল করিম।

সর্বশেষ গত ৬ অক্টোবর নবম দিনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছিল। সেদিন জবানবন্দি দিয়েছিলেন পুলিশের দুই উপপরিদর্শক; এসআই রফিক ও এসআই রায়হানুল রাজ দুলাল। গত ২৯ সেপ্টেম্বর অষ্টম দিনের স্বাক্ষ্যগ্রহণে জবানবন্দি দিয়েছিলেন তিনজন।

গত ২৮ জুলাই এ মামলার ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর শুনানি শেষ করে প্রসিকিউশন। ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। আর ২৪ জুন মামলার তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্ত সংস্থার কর্মকর্তারা।

এর আগে গত ৬ আগস্ট ৩০ আসামির বিরুদ্ধে ফর্মাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। আর ২৭ আগস্ট আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার কার্য শুরু হয়।

এখন পর্যন্ত এ মামলাইয় গ্রেপ্তার হয়েছেন ছয়জন। তারা হলেন, এএসআই আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।

তবে বেরোবির সাবেক ভিসিসহ ২৪ জন এখনো পলাতক রয়েছেন। এ মামলায় মোট সাক্ষী ৬২ জন।