বড় রাজনৈ‌তিক দলগুলো জুলাইকে বিপ্লব বলতে চায় না: মাহমুদুর রহমান

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৩ অক্টোবর ২০২৫, ০৪:৪১ পিএম
বড় রাজনৈ‌তিক দলগুলো জুলাইকে বিপ্লব বলতে চায় না: মাহমুদুর রহমান
আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান। ছবি- সংগৃহীত

বড় বড় রাজনৈ‌তিক দলগুলো জুলাইকে বিপ্লব বলতে চায় না বলে মন্তব্য করেছেন আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশ ও আমার বাংলাদেশ (এবি) পার্টির আয়োজিত এক যৌথ আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ড. মাহমুদুর রহমান বলেন, বড় বড় রাজনৈ‌তিক দলগুলো জুলাইকে বিপ্লব বলতে চায় না। কেন বলতে চায় না, এটা আমি জা‌নি না। বিপ্লবে কেন তাদের এত ভয়, আমি সেটা বু‌ঝি না। এটা হয়তো স্টা‌ব্লিশমেন্ট থেকে সরে আসার যে ভয়, সে‌টির কারণে এটিকে বিপ্লব হিসেবে তারা মানতে চায় না। কারণ বিপ্লবের চ‌রিত্র হলো স্টা‌ব্লিশমেন্ট ভেঙে দেয়া। স্টা‌ব্লিশমেন্ট ভেঙে দিলে তাদের যে ক্ষমতা, সেটা চলে যায়। এ কারণে তারা এটা‌কে বিপ্লব মানতে চায় না।

আমার দেশ পত্রিকার সম্পাদক বলেন, জুলাই অভ্যুত্থানে বিপ্লবের চরিত্র বুঝতে না পারাই সবচেয়ে বড় ব্যর্থতা। এ ব্যর্থতা জাতীয় সংসদ নির্বাচন ও আগামী দিনের বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যেতে পারে।

তিনি আরও অভিযোগ করে বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান তিন রাজনৈতিক দল বিএনপি, জামায়াত ও এনসিপির আলোচনার বিষয়বস্তুই হলো প্রশাসনকে কুক্ষিগত করা, যাতে নির্বাচনে সহজেই জয় লাভ করা যায়।