আমি মুক্তিযোদ্ধা, সেফ এক্সিট আমার জন্য নয়: উপদেষ্টা ফারুক

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১২ অক্টোবর ২০২৫, ০৭:৫৪ পিএম
আমি মুক্তিযোদ্ধা, সেফ এক্সিট আমার জন্য নয়: উপদেষ্টা ফারুক
ছবি : সংগৃহীত

আমি নিজে একজন মুক্তিযোদ্ধা, সুতরাং সেফ এক্সিট আমার জন্য নয়। আমি এ দেশেই থাকবো বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।

রবিবার (১২ অক্টোবর) বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে টাইফয়েড টিকা কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় শিক্ষার্থীদের টিকা প্রদানের মাধ্যমে মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হয়।

তিনি বলেন, ‘বছরের পর বছর আমাদের সমাজে যে বৈষম্য ও অধিকার বঞ্চনার চিত্র ছিল, সেখান থেকে জাতির একটি সেফ এক্সিট নিশ্চিত করতে আমরা সবাই মিলে কাজ করছি। জাতি যেন ন্যায়, সমতা ও মানবিকতার পথে এগিয়ে যেতে পারে-এটাই আমাদের লক্ষ্য।’

ফারুক ই আজম বলেন, টাইফয়েড প্রতিরোধে এই টিকা ক্যাম্পেইন একটি আশীর্বাদ। রোগ প্রতিরোধ সবসময় প্রতিকারের চেয়ে উত্তম। তাই এই কর্মসূচিকে সফল করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। প্রতিবছর টাইফয়েড জ্বরে বহু মানুষ প্রাণ হারায়। প্রতিষেধক হিসেবে টিকা নেয়ার আহ্বান জানান এই উপদেষ্টা।

বরিশাল সরকারি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দুপুরে প্রধান অতিথি হিসেবে যোগ দেন উপদেষ্টা ফারুক ই আজম। এ সময় মাঠ পর্যায়ের স্বাস্থ্য বিভাগের ছাড়াও অন্যান্য দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে আনুষ্ঠানিকভাবে টাইফয়েড টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বরিশাল বিভাগে ২৬ লাখ ১৪ হাজার জনকে এই টিকার আওতায় আনা হবে। এর মধ্যে প্রথম ডোজে ৪ থেকে ৭ বছর পর্যন্ত প্রতিরোধ করবে। এরমধ্যে আজ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এবং পহেলা নভেম্বর থেকে ১৩ নভেম্বর সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে এই টিকা দেয়া যাবে। পথশিশু থেকে শুরু করে কেউ এই সরকারের সুবিধা থেকে বাদ যাবে না বলেও জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ভারতের সেরাম ইনস্টিটিউট তৈরি করেছে এই টিকা, যা সরকার পেয়েছে আন্তর্জাতিক ভ্যাকসিন সহায়তা সংস্থা গ্যাভির সহযোগিতায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনপ্রাপ্ত এই টিকাটি সম্পূর্ণ নিরাপদ। ইতিমধ্যে নেপাল, পাকিস্তানসহ আটটি দেশে সফলভাবে ব্যবহার হয়েছে। কোনো দেশেই বড় ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।