নিউইয়র্কে রোহিঙ্গাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন আজ

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৭ এএম
নিউইয়র্কে রোহিঙ্গাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন আজ

জাতিসংঘের উদ্যোগে রোহিঙ্গাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন আজ (৩০ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিত হবে। এই সম্মেলন রোহিঙ্গাদের জন্য এবং বিশ্ব সম্প্রদায়ের জন্য এ সমস্যার একটি স্থায়ী ও প্রকৃত সমাধান খুঁজে বের করার একটি বড় সুযোগ হিসেবে দেখছে অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাংলাদেশ সময় রাত ৮টায় নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে সম্মেলনটি শুরু হবে। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বক্তব্য দেবেন। রাষ্ট্র ও সরকার প্রধানসহ কমপক্ষে ৭৫টি দেশ এবং সংস্থার প্রতিনিধিরা এই সম্মেলনে তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।

সরকারের এক কর্মকর্তা জানান, রোহিঙ্গা সমস্যা একটি আন্তর্জাতিক সমস্যা। এই সমস্যা যেন আন্তর্জাতিক আলোচনার অ্যাজেন্ডা থেকে বাদ না পড়ে, সেক্ষেত্রে এই সম্মেলন গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে। রোহিঙ্গা সমস্যার সমাধান বিশেষ করে, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাসন, রোহিঙ্গাদের জন্য দাতা দেশগুলোর অর্থায়ন সহায়তা চাওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সমস্যার সমাধানে এগিয়ে আসার আহ্বান জানানোর সুযোগ পাওয়া যাবে এই সম্মেলন থেকে। মোদ্দা কথায় সম্মেলনটি রোহিঙ্গা সমস্যার একটি স্থায়ী ও প্রকৃত সমাধান খুঁজে বের করার একটি বড় সুযোগ। 

উল্লেখ্য, গত ২৫ আগস্ট কক্সবাজারে ‘অংশীজন সংলাপ : রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলনে আলোচনার জন্য প্রাপ্ত বার্তা’ শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারের অনুষ্ঠেয় সম্মেলনটি জাতিসংঘের একটি বৃহত্তর সম্মেলনের প্রস্তুতির অংশবিশেষ ছিল।