জুলাই অভ্যুত্থানের পর মানবাধিকার কমিশনের প্রয়োজন ছিল সবচেয়ে বেশি: দেবপ্রিয়

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৯ পিএম
জুলাই অভ্যুত্থানের পর মানবাধিকার কমিশনের প্রয়োজন ছিল সবচেয়ে বেশি: দেবপ্রিয়
ছবি : সংগৃহীত

দেশে নিরাপত্তা এবং মানবাধিকার লঙ্ঘন হচ্ছে মন্তব্য করে অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে মানবাধিকার কমিশনের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। কিন্তু সেটা হয়নি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) নাগরিক প্ল্যাটফর্মের সংলাপে তিনি এসব কথা বলেন।

ড. দেবপ্রিয় বলেন, গত এক বছরে বাংলাদেশে কোনো মানবাধিকার কমিশন হয়নি। অতীতে নাগরিকদের চাপে পড়ে যে কমিশন গঠন হয়েছে, সেটাও নখদন্তহীন মানবাধিকার কমিশন।
  
অনুষ্ঠানে বক্তরা বলেন, জুলাই পরবর্তী সময়ে মানবাধিকার কমিশনের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, কিন্তু সেটা হয়নি। এখনও অদৃশ্য কোনো চাপ রয়ে গেছে। মানবাধিকার কমিশনে শ্রমিকের অধিকার নেই।
  
এ ছাড়া, পাহাড় এবং সমতলকে মানবাধিকারের অদৃশ্য দেয়াল দিয়ে বেধে দেয়া হয়েছে বলেও মন্তব্য করা হয়। মানবাধিকার কমিশন কোন মানদণ্ডে কাকে নিয়োগ দেয়া হবে, সেটা আরও স্পষ্ট হওয়া উচিত বলে মনে করেন বক্তারা।