চন্দনাইশে সিলিন্ডার বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৬

বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৩ পিএম

ছবি : সংগৃহীত
চট্টগ্রামের চন্দনাইশে সিলিন্ডার গোডাউনে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম রিয়াজ। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়ালো।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বার্ন ইনস্টিটিউট থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রিয়াজের শরীরের ৪২ শতাংশ দগ্ধ হয়েছিল। তার মরদেহ মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে ঢামেক পুলিশ ফাঁড়ি।