মালদ্বীপে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৫ এএম
মালদ্বীপে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

মালদ্বীপে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল প্রধান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহুদীর কাছে তার পরিচয়পত্রের পেশ করেছেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানী মালেতে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে দুই দেশের মধ্যে বিদ্যমান দীর্ঘস্থায়ী বন্ধুত্ব, বাণিজ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা হয়।

হাইকমিশনার ড. নাজমুল ইসলাম বাংলাদেশ ও মালদ্বীপের ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করে ভবিষ্যতে এ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে তিনি দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, প্রবাসী কর্মীদের কল্যাণ, শিক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা—এ ধরনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহুদি বাংলাদেশ–মালদ্বীপ সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।