৩ জেলায় বন্যার আভাস

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৫ পিএম
৩ জেলায় বন্যার আভাস
ছবি : সংগৃহীত

সুরমাকুশিয়ারা নদীর পানি বাড়ায়জেলায় স্বল্পমেয়াদি বন্যার আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। জেলাগুলো হলো: সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজা

সোমবার (১৫ সেপ্টেম্বর) এক সতর্কবাতায় এ তথ্য জানানো হয়।

সতর্কবাতায় বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুরমা ও কুশিয়ারা নদীর পানি বেড়েছে। এ দুই নদীর পানি আগামী ৩ দিন বাড়তে পারে। এতে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। ফলে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা হতে পারে।

এরইমধ্যে কুশিয়ারা নদীর পানি সিলেটের অমলশিদ পয়েন্টে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলেও জানানো হয়েছে ওই সতর্কবার্তায়।

সতর্কীকরণ কেন্দ্র আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু স্থানে এবং উজানে মেঘালয়, আসাম ও মিজোরাম প্রদেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হয়েছে। এছাড়া আগামী বুধবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে এবং উজানে মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার ও ত্রিপুরায় বিচ্ছিন্নভাবে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এ কারণে দেশের কয়েকটি এলাকায় আগামী তিন দিন নদ নদীর পানি বাড়তে পারে।