মানুষের আমিষের চাহিদা পূরণে মৎস্য খাতের অবদান আরও বাড়ানো হবে : মৎস্য উপদেষ্টা

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৯ আগস্ট ২০২৫, ০১:২৮ পিএম
মানুষের আমিষের চাহিদা পূরণে মৎস্য খাতের অবদান আরও বাড়ানো হবে : মৎস্য উপদেষ্টা
ছবি : সংগৃহীত

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশের সব জলাশয় রক্ষায় সরকার কাজ করে যাবে। মানুষের আমিষের চাহিদা পূরণে মৎস্য খাতের অবদান আরও বাড়ানো হবে।

মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত দ্বিতীয় দিনের বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

ফরিদা আখতার বলেন, এ বছরের প্রতিপাদ্য—'অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি'—বাস্তবায়নে মৎস্যজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। মৎস্যজীবী ভাই-বোনেরা কষ্ট করে মানুষের খাদ্য জোগান দিচ্ছেন। দেশের মৎস্যসম্পদ রক্ষায় সরকার নীতিগত ও প্রশাসনিকভাবে আপনাদের পাশে থাকবে।

র‍্যালি শেষে উপদেষ্টা বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মৎস্য মেলার উদ্বোধন ও পরিদর্শন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি মুক্তা ও ঝিনুককে জাতীয় সম্পদ হিসেবে উল্লেখ করে বলেন, এই মেলার মাধ্যমে মানুষ দেশের মৎস্য ও সামুদ্রিক সম্পদ সম্পর্কে জানতে পারবে।

অনুষ্ঠানে মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগের পরিচালক আলফাজ উদ্দীন শেখের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

মৎস্য মেলায় মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি), বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)সহ ২২টি প্রতিষ্ঠান মোট ২৫টি স্টল নিয়ে অংশ নিয়েছে। এসব স্টলে মৎস্য খাতে ব্যবহৃত বিভিন্ন উপকরণ ও প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে।

র‍্যালি ও মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. তোফাজ্জেল হোসেন, অতিরিক্ত সচিব মো. ইমাম উদ্দীন কবীর, অতিরিক্ত সচিব সৈয়দা নওয়ারা জাহান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ উপস্থিত ছিলেন।