মঙ্গলবার ড. ইউনূসকে স্বাগত জানাবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১১ আগস্ট ২০২৫, ১১:২১ পিএম
মঙ্গলবার ড. ইউনূসকে স্বাগত জানাবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আগামীকাল মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৯টায় পুত্রাজায়ার পারদানা পুত্রা ভবনে স্বাগত জানাবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে এবং প্রধান উপদেষ্টা প্যারেড পরিদর্শন করবেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সোমবার রাতে এ তথ্য জানান।

তিনি জানান, প্যারেড পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা মঞ্চে যাবেন, এ সময় তাকে মালয়েশিয়ান প্রতিনিধিদলের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে। পরে তিনি ও তার প্রতিনিধিদল মালয়েশিয়ার সমকক্ষদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

আবুল কালাম আজাদ মজুমদার আরও জানান, বৈঠক শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিট থেকে ১১টার মধ্যে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। বাংলাদেশ টেলিভিশন সরাসরি সংবাদ সম্মেলনটি সম্প্রচার করবে।