অনিয়ম হলে পুরো আসনের ফল বাতিল করতে পারবে ইসি, ফিরছে ‘না ভোট’

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১১ আগস্ট ২০২৫, ০৭:৩০ পিএম
অনিয়ম হলে পুরো আসনের ফল বাতিল করতে পারবে ইসি, ফিরছে ‘না ভোট’

নির্বাচনে কোনো অনিয়ম হলে একটি, দুটি অথবা পুরো আসনের ফল নির্বাচন কমিশন চাইলে বাতিল করতে পারবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অ.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তাছাড়া নির্বাচনে “না ভোট” ফিরছে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (১১ আগস্ট) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মুলতবি কমিশন সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান ইসি সানাউল্লাহ।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংস্কারের একগুচ্ছ সুপারিশ চূড়ান্ত করতে মুলতবি বৈঠকে বসে নির্বাচন কমিশন। এই বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, “নির্বাচনে কোনো অনিয়ম হলে একটি, দুটি অথবা পুরো আসনের ফল নির্বাচন কমিশন চাইলে বাতিল করতে পারবে।”

এছাড়া ফলাফল ঘোষণার সময় সাংবাদিকরা থাকতে পারবেন বলে জানান এই নির্বাচন কমিশনার।