ঐকমত্যের বিষয়গুলোকে চূড়ান্ত রূপ দিতে হবে: অধ্যাপক আলী রীয়াজ


আলোচনার মাধ্যমে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলোকে দ্রুতই চূড়ান্ত রূপ দিতে হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।
মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ২১তম দিনের আলোচনার শুরুতে তিনি এ কথা বলেন।
অধ্যাপক রীয়াজ বলেন, ৩১ জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামী তিনদিনের মধ্যে সনদের চূড়ান্ত রূপে পৌঁছাতে হবে। এতদিনের দীর্ঘ ও ধারাবাহিক আলোচনার মাধ্যমে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেটির চূড়ান্ত রূপ দেওয়ার লক্ষ্যেই আমাদের কাজ।
তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যেসব মতামত এসেছে, সেগুলোর সমন্বয়ে একটি প্রস্তাব আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। প্রতিটি দলের নিজস্ব অবস্থান রয়েছে। সেই অবস্থান বিবেচনায় নিয়ে তাদের প্রস্তাবগুলোকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে কমিশন। সময় একটু বেশি লাগলেও পরবর্তী আলোচনা অনেক সহজ হয়ে যাবে।
তিনি জানান, গতকাল (সোমবার) কমিশনের ২০তম বৈঠকে রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে জুলাই সনদের খসড়া হস্তান্তর করা হয়েছে।
খসড়াটি সম্পর্কে তিনি বলেন, আপনাদের কাছে যে প্রাথমিক খসড়া দেওয়া হয়েছে, তার ওপর আগামীকালের (বুধবার) মধ্যে যেকোন ধরনের মন্তব্য প্রত্যাশা করছি। সেইসঙ্গে আমরা চেষ্টা করছি, যেসব বিষয়ে প্রাথমিকভাবে ঐকমত্য হয়েছে সেগুলোকে অন্তর্ভুক্ত করে আজ বা আগামীকালের মধ্যেই সংশোধিত খসড়া দলগুলোর কাছে পৌঁছে দিতে।
প্রতিনিধিদের আন্তরিকতা ও সহনশীলতার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, কমিশনের প্রতি রাজনৈতিক নেতারা যে সহিষ্ণুতা ও আন্তরিকতা দেখিয়েছেন, তার জন্য সকলকে ধন্যবাদ।
আজকের আলোচনায় অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ মোট ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি।
কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন ও ড. মো. আইয়ুব মিয়া।
আলোচনার সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
কমিশন সূত্র জানায়, জুলাই সনদ প্রণয়ন দ্রুত সম্পন্ন করতে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অমীমাংসিত বিষয়ে ঐকমত্য গড়ার লক্ষ্যে আগামী কয়েকদিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলবে।