জুলাই উইমেনস ডে অনুষ্ঠানে সব ছাত্রীকে অংশ নেওয়ার নির্দেশ

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৪ জুলাই ২০২৫, ১০:৫১ এএম
জুলাই উইমেনস ডে অনুষ্ঠানে সব ছাত্রীকে অংশ নেওয়ার নির্দেশ
ছবি : সংগৃহীত

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালায় ঘোষিত ‘জুলাই উইমেনস ডে’ উদযাপনে ছাত্রীদের অংশগ্রহণের নির্দেশ দিয়েছে সরকার। দুই মন্ত্রণালয়ের পৃথক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টায় এ দিবসের কর্মসূচি পালন করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. সাইফুল ইসলামের সই করা অফিস আদেশে বলা হয়েছে, জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালায় ঘোষিত ১৪ জুলাই ‘জুলাই উইমেনস ডে’ (July Women’s Day) উদযাপন করা হবে। এ উপলক্ষে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ধ্যা ৬টায় থেকে আয়োজিতব্য অনুষ্ঠানে ঢাকাস্থ স্কুল ও কলেজসমূহের ছাত্রীদের অংশগ্রহণের বিষয়ে (সম্ভব হলে ইউনিফর্মসহ) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

অন্যদিকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেনের সই করা অফিস আদেশে বলা হয়েছে, জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালায় ঘোষিত ১৪ জুলাই উদযাপনে ছাত্রীদের অংশগ্রহণ সংক্রান্ত সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পত্রটি এতদসঙ্গে প্রেরণ করা হলো। পত্রের মর্মানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।