বৃষ্টি উপেক্ষা করেও জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানে হাজারো মানুষের ঢল

বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৪ জুলাই ২০২৫, ০৮:৫৮ পিএম

হাজারো মানুষের উপস্থিতিতে কেন্দ্রীয় শহিদমিনারে চলছে জুলাই পুনর্জাগরণের 'চলচ্চিত্র প্রদর্শন ও জুলাইয়ের গান। বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে জুলাই যোদ্ধারা তাদের স্মৃতিচারণ করছেন। তাদের কঠিন অভিজ্ঞতাগুলো উপস্থিত দর্শক স্রোতাকে আপ্লূত করেছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এ আয়োজনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহযোগিতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে জুলাই পুনর্জাগরণের এ আয়োজন।