বিটিভিতে সরকারি কার্যকলাপ পরিপন্থী বিষয় উপস্থাপন, কারণ দর্শানোর নোটিশ


বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) থেকে নির্মিত ‘জনতার সামনে’ নামক অনুষ্ঠানে ‘সরকারি কার্যকলাপ পরিপন্থী’ বিষয় উপস্থাপন করায় সরকারি চ্যানেলটির অনুষ্ঠান নির্বাহী বেগম মাহবুবা ফেরদৌসকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
গতকাল (রোববার) তাকে এ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এতে বলা হয়, আপনি বেগম মাহবুবা ফেরদৌস অনুষ্ঠান নির্বাহী হিসেবে দায়িত্ব পালনকালে বিটিভি থেকে নির্মিত ‘জনতার সামনে’ নামক অনুষ্ঠানটি গত ২৭ জুন রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়েছে। এ অনুষ্ঠান প্রচারের ক্ষেত্রে দৈনিক অনুষ্ঠান সূচিতে অনুষ্ঠান নির্বাহী হিসেবে আপনার অনুমোদন রয়েছে।
নোটিশে বলা হয়, প্রচারিত অনুষ্ঠানে সরকারি কার্যকলাপ পরিপন্থী বিষয়ে উপস্থাপন করায় সরকার তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে; যার দায়-দায়িত্ব আপনার ওপর বর্তায়।
এতে আরও বলা হয়, আপনার এ দায়িত্বহীন কার্যকলাপের জন্য সরকার তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় আপনার বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী তিন কার্যদিবসের মধ্যে এ মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানোর জন্য অনুরোধ করা হলো।