একসময় জঙ্গিবাদ নাটক ছিল: ডিআইজি রেজাউল করিম


একসময় দেশে জঙ্গিবাদ নাটক ছিল বলে দাবি করেছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
রবিবার (১৩ জুলাই) দুপুরে শরীয়তপুর পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের আয়োজনে ‘মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদবিরোধী’ সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘বিগত ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ ১৮ বছর ধরে সেই নাটক দেখেছি। আমরা আজ ফ্যাসিস্টদের কবল থেকে পরিত্রাণ পেয়ে এক নতুন বাংলাদেশ পেয়েছি,’ যোগ করেন এই জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা।
তিনি আরও বলেন, আমরা এখন নতুন বাংলাদেশের নতুন পুলিশ হিসেবে কাজ করছি। সকলকে সঙ্গে নিয়ে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে পাওয়া নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাব।
শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলামের সভাপতিত্বে সুধী সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার নাসির উদ্দীন কালুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে জুলাই গণঅভ্যুত্থানে শরীয়তপুরের ১৪ শহীদ পরিবারের সদস্যদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।