মিটফোর্ড হাসপাতালের সামনে মাথা থেঁতলে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার ৪


পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) সামনে এক ভাঙারি ব্যবসায়ীকে প্রকাশ্যে মাথা থেঁতলে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের নাম লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯)।
বুধবার (৯ জুলাই) বিকেলে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে এই ঘটনা ঘটে।
নৃশংস এই হত্যাকাণ্ড এবং তার পরের ঘটনাপ্রবাহের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরেছে। সেসব দৃশ্য দেখে মানুষের মনে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ।
এ ঘটনায় পুলিশ মাহমুদুল হাসান মহিন ও তারেক রহমান রবিন নামে দুজনকে এবং যৌথ বাহিনী ও র্যাব আরও চারজনকে গ্রেপ্তার করেছে। মহিন ও রবিনকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
ওই হত্যাকাণ্ডের বিষয়ে আজ ডিএমপি জানায়, মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর লাল চাঁদকে হত্যার ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেছেন। আসামিদের ধরতে পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।
এই হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে ডিএমপি বলেছে, প্রাথমিকভাবে জানা গেছে, ব্যবসায়িক দ্বন্দ্ব এবং পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা সংঘটিত হয়। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এই ঘটনায় দায়ের করা মামলার ১৯ আসামির মধ্যে দুইজন যুবদলের কেন্দ্রীয় ও মহানগরে নেতা। শুক্রবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ওই দুই নেতাকে বহিষ্কারের কথা জানিয়েছে জাতীয়তাবাদী যুবদল।