বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১০ জুলাই ২০২৫, ০৮:৪৮ পিএম
বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আসিফ উদ্দিন সুমন (৪৬) নামে এক ব্যাংক কর্মকর্তার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে বসুন্ধরার জে-ব্লকের ১১ নম্বর রোডের একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুত। তিনি জানান, মৃতদেহটি খাটের ওপর পড়ে ছিল। তীব্র গন্ধ ছড়িয়ে পড়ায় স্থানীয়রা বিষয়টি টের পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

তদন্ত কর্মকর্তারা ধারণা করছেন, গত ২ জুলাই থেকে ৯ জুলাইয়ের মধ্যে তার মৃত্যু হয়েছে। লাশে পচন ধরেছিল, ফলে মৃত্যুর সময়কাল নির্ধারণে ময়নাতদন্তের অপেক্ষা করা হচ্ছে।

জানা গেছে, আসিফ উদ্দিন নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার মৃত জসিম উদ্দিনের ছেলে। তিনি গুলশানের একটি বেসরকারি ব্যাংকে চাকরি করতেন। তার স্ত্রী রোকসানা আক্তার দুবাই ছিলেন।

মৃতদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।