জুলাইয়ের প্রথম সাত দিনে রেমিট্যান্স এলো ৬৭ কোটি ডলার

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৮ জুলাই ২০২৫, ০৯:৫৮ পিএম
জুলাইয়ের প্রথম সাত দিনে রেমিট্যান্স এলো ৬৭ কোটি ডলার

চলতি জুলাই মাসের প্রথম সাত দিনে দেশে ৬৭ কোটি ডলার প্রবাসী আয় এসেছে। সেই হিসেবে প্রতিদিন গড়ে সাড়ে ৯ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছে।

মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গত জুন মাসে দেশে ২৮২ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। যা গত বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেশি। মে মাসে ২ দশমিক ৯৭ বিলিয়ন ডলার ও এপ্রিলে ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার প্রবাসী আয় এসেছিল।

প্রসঙ্গত, শেখ হাসিনা সরকারের শাসনামলের শেষ দিকে প্রবাসীরা দেশে অর্থ পাঠানো কমিয়ে দেন। এরপর ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব নিলে আবারও অর্থ পাঠাতে শুরু করেন প্রবাসীরা। এরপর থেকে ক্রমান্বয়ে রেমিট্যান্স প্রবাহ বাড়ে।