ভালো নির্বাচন করতে পারাও একটা বড় সংস্কার: মান্না

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৫ জুলাই ২০২৫, ০২:০২ পিএম
ভালো নির্বাচন করতে পারাও একটা বড় সংস্কার: মান্না
ছবি : সংগৃহীত

সংস্কারের কথা বললেও কোনো সংস্কারই হয়নি মন্তব্য করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ভালো নির্বাচন করতে পারাও একটা বড় সংস্কার।

শনিবার (৫ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্য আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘মব ভায়ালেন্সে দেশে যে অবস্থা, এই পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন কীভাবে হবে, তা ভাবনার বিষয়।’

মান্না বলেন, ‘সিইসি নূরুল হুদা দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে। পারলে বিচার করে ফাঁসি দেন। তবে মব ভায়োলেন্স সহ্য করার মতো না। মব ভায়োলেন্স সারাদেশে তোলপাড় হয়ে যাচ্ছে।’

সরকারের সমালোচনা করে মান্না বলেন, ‘এই সরকারের ব্যর্থতার সীমা নেই। সরকার কোনো ক্ষেত্রেই শৃঙ্খলা ফেরাতে পারেনি।’