অভ্যুত্থানের বর্ষপূর্তির পরও আহতদের চিকিৎসা নিয়ে গড়িমসি লজ্জার: রিফাত রশিদ

বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৫ জুলাই ২০২৫, ০৩:১৯ পিএম

ছবি : সংগৃহীত
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির পরও আহতদের চিকিৎসা নিয়ে গড়িমসি লজ্জার বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ।
শনিবার (৫ জুলাই) দুপুরে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসা সংক্রান্ত বিষয় পর্যবেক্ষণে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
অভিযোগ করে রিফাত রশিদ বলেন, ‘আহতরা সুচিকিৎসা পাচ্ছে না। কারণ, কোনো একটি রাজনীতিক দলের চিকিৎসকের গ্রুপ আহতদের সাইড করতে চাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আহতদের আক্রমণাত্মক হওয়ার পেছনে দায় এই হাসপাতাল ও অন্তর্বর্তী সরকারের। আহতরা সবকিছুর ওপর ক্ষুব্ধ।’