ইসলামিক ফাউন্ডেশনের পরিচালকের অপসারণ দাবিতে  মানববন্ধন

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০২ জুলাই ২০২৫, ১০:০৯ পিএম
ইসলামিক ফাউন্ডেশনের পরিচালকের অপসারণ দাবিতে  মানববন্ধন
ছবি : সংগৃহীত

ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক তৌহিদুল আনোয়ারের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। আজ বুধবার আগারগাঁও প্রধান কার্যালয় ও বায়তুল মোকাররম কার্যালয়ে এই বিক্ষোভ মিছিল ও মানববন্দন অনুষ্ঠিত হয়।

এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের সাবেক পরিচালক বদলি হওয়ায় কর্মকর্তা-কর্মচারীরা শুকরিয়া আদায় করে ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

এ সময় বক্তাররা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত ও পদোন্নতিপ্রাপ্ত একাধিক ফৌজদারি মামলার চার্জশিটভুক্ত আসামি, পত্র-পত্রিকায় নামে-বেনামে মিথ্যা সংবাদ প্রচারের মূলহোতা তৌহিদুল আনোয়ারকে শুধু বদলি নয়, চাকরি থেকে অপসারণ ও তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তৌহিদুল আনোয়ারকে চাকরি থেকে অপসারণ করতে হবে।

ইসলামিক ফাউন্ডেশনের সাবেক বোর্ড অব গভর্নরসের গভর্নর মাওলানা মিছবাহুর রহমান চৌধুরীর পোষ্য তৌহিদুল আনোয়ার কোন অদৃশ্য বলে রাতারাতি সোল এজেন্ট হয়ে ও কিভাবে ইসলামিক ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ ৬টি পদ দখল করেছেনা? এই তৌহিদুল আনোয়ারের অপকর্মের জন্য উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে টাইব্যুনালে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালককে আহ্বান জানান।

বিভোক্ষ মিছিল ও মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের মহিউদ্দিন মাহিন, আব্দুল হামিদ, রাশিদ আক্তার, নুরুল ইসলাম, কর্মকর্তা ও কর্মচারী মো. আলম, মো. আব্দুল হক, এম এ বারী, ফিল্ড সুপারভাইজার মো. নুরুল কবির প্রমুখ।