নির্বাচন ২০১৮: শতভাগ ভোট পড়া কেন্দ্রের সংশ্লিষ্টদের তথ্য চেয়ে দুদকের চিঠি


২০১৮ সালের জাতীয় নির্বাচনে শতভাগ ভোট পড়েছে এমন কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের খুঁজছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ভোট কারচুপির সঙ্গে জড়িত এসব ব্যক্তিদের তথ্য পেতে নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।
সোমবার (২৩ জুন) দুদক সূত্রে এ তথ্য জানা যায়।
দুদক সূত্র জানিয়েছে, এরইমধ্যে বেশ কিছু কর্মকর্তার নথিপত্রও হাতে পেয়েছেন তারা। একইসঙ্গে এই ভোটে অনিয়মের সঙ্গে জড়িতদের অবৈধ সম্পদের খোঁজও চলছে।
চলতি বছরের জানুয়ারি মাসে ২০১৮ সালে রাতের ভোটের অভিযোগের অনুসন্ধান শুরু করে দুদক।
দুদকের অভিযোগে বলা হয়, শেখ হাসিনার নেতৃত্বে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সার্বিক ব্যবস্থাপনায় আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের রাতের ভোট বাস্তবায়ন করা হয়। আর এই কাজে সহযোগিতা করেন পুলিশের তৎকালীন আইজিপি জাভেদ পাটোয়ারী, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, র্যাবের সাবেক প্রধান বেনজীর আহমেদ, পুলিশের সাবেক আইজিপি শহিদুল হক, শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, তৎকালীন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমামসহ বিভিন্ন পর্যায়ের সরকারি ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা।