ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত অন্তত ২০

Bangla Post Desk
বাংলা পোস্ট ডেস্ক
প্রকাশিত:২৯ জুলাই ২০২৫, ০২:০৪ পিএম
ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত অন্তত ২০

ইউক্রেনে রাতের বেলায় রাশিয়ার হামলায় কমপক্ষে ২০ জন নিহত ও ৪০ জনেরও বেশি আহত হয়েছে।

ইউক্রেনের আঞ্চলিক কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি একথা  জানিয়েছে।

সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেডোরভ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন, জাপোরিঝিয়া অঞ্চলে হামলায় ১৬ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন।

আঞ্চলিক সরকারি কর্মকর্তারা জানান, দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে হামলায় চার জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন।