দেশে মোট বেকার ২৬ লাখ ১০ হাজার: বিবিএস

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৮ মে ২০২৫, ০৭:০৪ পিএম
দেশে মোট বেকার ২৬ লাখ ১০ হাজার: বিবিএস
ছবি : সংগৃহীত

দেশে বেকার জনগোষ্ঠীর সংখ্যা বেড়েছে। ২০২৪ সাল শেষে দেশে মোট বেকার জনগোষ্ঠীর সংখ্যা বেড়ে ২৬ লাখ ১০ হাজার হয়েছে বলে জানায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। রবিবার (১৮ মে) শ্রমশক্তি জরিপ প্রকাশ করে বিবিএস।

তথ্য অনুযায়ী- ২০২৪ সালের অক্টোবর-ডিসেম্বর সময়ে ও তার আগের তিন মাসের (জুলাই-সেপ্টেম্বর) তুলনায় বেকার বেড়েছে ৬০ হাজার। ২০২৪ সালের সেপ্টেম্বর শেষে বেকার জনগোষ্ঠী ছিল ২৫ লাখ ৫০ হাজার। ২০২৪ সালে দেশে বেকারত্বের হার ছিল ৪ দশমিক ৪৮ শতাংশ।

অন্যদিকে ২০২৩ সালে ছিল ৪ দশমিক ১৫ শতাংশ।