সংসদে ১০০ নারী আসন ও নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি চায় ‘ওয়েব’


আগামী জাতীয় নির্বাচনে সংসদে ১০০ নারী আসন চায় উইমেন অ্যান্ট্রাপ্রেনিউর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব)। পাশাপাশি সংগঠনটি আসন্ন জাতীয় বা স্থানীয় সরকার নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে।
বুধবার (১৪ মে) রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের কাছে নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি চেয়ে আবেদনপত্রটি জমা দেন ওয়েব নেত্রীরা। এসময় সংসদে ১০০ নারী আসন চাওয়ার বিষয়টি সিইসিকে মৌখিকভাবে জানানো হয়।
পরে ওয়েব-এর প্রতিষ্ঠাতা সভাপতি নাসরিন ফাতেমা আউয়াল সাংবাদিকদের বলেন, আমরা সংসদে ১০০ জন নারীর আসন দেখতে চাই। নারীর আসন যত বেশি হবে তত ভালো। কারণ, নারীরা সবকিছু ভালো বোঝে। আপনারা দেখবেন নারী যেমন ঘর সামলায় তেমনই সংসারের কাজও সামলায়। নারীরা যদি সংসদে আরও বেশি করে আসে তবে ভালো হবে। নারীর দ্বারা সব কাজ ভালো মতো করা সম্ভব।
তিনি আরও বলেন, আমরা সিইসির সঙ্গে দেখা করলাম। কিছু বিষয় নিয়ে কথা বলেছি। বিশেষত আসন্ন নির্বাচনে নারীর ক্ষমতায়ন। নারীকে সেভাবে নির্বাচনে সম্পৃক্ত করা হয় না। আমরা চাই সব নারী অংশগ্রহণ করুক। নারীরা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেটা নিশ্চিত হোক। অনেকদিন নারী-পুরুষ সমানভাবে ভোট দিতে পারেনি। এবার যেন সেটা পারে, তা নিশ্চিত করা দরকার।
ওয়েব সভাপতি বলেন, ভোট এমনভাবে হবে নারী-পুরুষ একসঙ্গে ভোট দিতে কেন্দ্রে যাবে। আসন্ন নির্বাচনে নারীর জন্য ১০০টি আসন চাই। আমরা দেশের জন্য কাজ করছি। আমাদের যেন সমানভাবে সুযোগ দেওয়া হয়। পুরুষদের মাইন্ড সেট চেঞ্জ করতে হবে। আমরা নারীদের সব জায়গায় সুযোগ দিতে চাই। নারীরা পুরুষের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। আমরা সামনেও যেতে চাই না পেছনেও থাকতে চাই না।
সিইসিকে লিখিত প্রস্তাব দেওয়া প্রসঙ্গে নাসরিন ফাতেমা আউয়াল বলেন, সংসদে ১০০ আসনের বিষয়ে লিখিত প্রস্তাবনা দেওয়া হয়নি, এটি মৌখিকভাবে দিয়েছি। তবে লিখিতভাবে বলেছি, আসন্ন ভোটে আমাদের যেন পর্যবেক্ষক হিসেবে রাখা হয়। সিইসি আমাদের সব কথা শুনেছেন এবং আশ্বস্ত করেছেন।
তিনি বলেন, আমরা নারীর প্রতি বৈষম্য দেখতে চাই না। আমরা শুনতে চাই, নারীর বৈষম্যের দিন শেষ হয়েছে, হবে কথাটা আর শুনতে চাই না। সংসদে নারী খুবই কম। সংসদে না এলে নারী সামনে এগোতে পারবে না।