ইন্ডিয়া-পাকিস্তান উত্তেজনা সীমান্তবর্তী জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৭ মে ২০২৫, ০৭:২৫ পিএম
ইন্ডিয়া-পাকিস্তান উত্তেজনা সীমান্তবর্তী জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ
ছবি : সংগৃহীত

ইন্ডিয়া ও পাকিস্তানের চলমান সংঘাতকে কেন্দ্র করে বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। 

বুধবার বিকেলে রাজধানীর গুলশানে পুলিশের বার্ষিক শ্যুটিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশনে আয়োজিত ওই অনুষ্ঠানে আইজিপি সাংবাদিকদের বলেন, ইন্ডিয়া-পাকিস্তান যুদ্ধের কারণে বাংলাদেশের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, কোনো জঙ্গি বা সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে সেজন্য সীমান্তের জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক থাকতে বলা হয়েছে।

অনুষ্ঠানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টেশনের (পিবিআই) প্রধান অতিরিক্ত আইজিপি মোস্তফা কামালসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।