সিদ্দিকের সাবেক স্ত্রী বললেন, ‘আমার ছেলের ব্রেইনওয়াশ করা হতো’

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১১ মে ২০২৫, ১১:৩০ এএম
সিদ্দিকের সাবেক স্ত্রী বললেন, ‘আমার ছেলের ব্রেইনওয়াশ করা হতো’
ছবি : সংগৃহীত

মডেল মারিয়া মিমকে ভালোবেসে বিয়ে করেন অভিনেতা সিদ্দিকুর রহমান। ২০১২ সালে তাদের বিয়ে হয়। এর সাত বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ হয়। তাদের দুজনের একটি পুত্র সন্তান রয়েছে।

২০১৩ সালে এ দম্পতির ঘরে জন্ম নেয় একটি পুত্র সন্তান। নাম রাখেন আরশ হোসেন। ডিভোর্সের পর থেকে সন্তানকে নিজের কাছেই রেখেছেন বলে জানিয়েছেন মিম। তার দাবি, সন্তানের সকল ভরণপোষণ তিনিই করছেন। বাবা হিসেবে সিদ্দিক কিছুই করেন না।

সম্প্রতি সেলিব্রেটি ক্রিকেট লিগে অংশ নিয়ে এই মডেল বলেন, ‘ছেলেকে নিয়ে সিদ্দিক এক ধরনের পলিটিক্স করে। যখন আমার বাচ্চা তার কাছে যায়, সে অনেকগুলো ছবি তুলে রাখে। পরে সেগুলো ফেসবুকে ভিন্ন ভিন্ন সময়ে আপলোড করে। যাতে মানুষ মনে করে, সন্তান ওর কাছেই থাকছে। কিন্তু তেমনটা কিন্তু না। কারণ ৬ মাসে ১ বার আরশ তার বাবার কাছে যায়। সেটাও দুই একদিনের জন্য। বাকিটা সময় কিন্তু আমার কাছেই থাকে। তবুও মানুষ মনে করে, আমি সন্তানকে রেখেই বিদেশে ঘুরে বেড়াচ্ছি।’
 
সন্তানকে বাবার কাছে বেশি থাকতে না দেয়ার কারণ জানিয়ে মিম বলেন, ‘আমি যখন ছেলেকে তার কাছে পাঠাতাম সে ব্রেইনওয়াশ করতো। আদালত থেকে বলেছিল, কিছুদিন পরপর আরশ তার বাবার কাছে যেতে পারবে। কিন্তু সেখানে রাতে খাকতে পারবে না। বিকেল ৫ টার আগেই চলে আসতে হবে। কিন্তু আমি সেটা করতাম না। তাকে দুইদিন বাবার কাছে থাকতে দিতাম। কিন্তু দেখতাম, ছেলে সেখান থেকে আসার পরই বলছে- মাম্মি, বাবা তোমার কাছে আসতে নিষেধ করে।’
 
এই মডেল মনে করেন, সিদ্দিক বা অভিনেতার পরিবার চায় না আরশ তার কাছে আসুক। এজন্য সন্তানের বেইনওয়াশের চেষ্টা করে।