দুবাইফেরত দুই বাংলাদেশির জামাকাপড় পুড়িয়ে চার কেজি সোনা উদ্ধার


দুবাইফেরত দুই বাংলাদেশির পরনের জামাকাপড় পুড়িয়ে চার কেজির বেশি সোনা উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। গত ২৫ এপ্রিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাজাহানকে আটক করা হয়।
দুই বাংলাদেশি হলেন সিলেটের শাজাহান ও আলিম। বিশেষ ক্ষমতা আইনের মামলায় তারা বর্তমানে কারাগারে।
গত ২৫ এপ্রিল সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েন আলিম। পরে তাদের পরনে থাকা জামাকাপড়গুলো পুড়িয়ে স্বর্ণ বের করা হয়। এই প্রক্রিয়ায় প্রায় আট ঘণ্টা লেগে যায়।
জানতে চাইলে কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা বাকি বীল্লাহ বলেন, দুবাইফেরত শাজাহান ও আলিম প্রথমে স্বীকার করতে চাননি তাদের কাছে সোনা রয়েছে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের জামাকাপড় খুলে ফেলা হয়। পরে সেগুলো কেটে কেটে টুকরা করা হয়। তখন জামায় স্বর্ণের প্রলেপ দেখা যায়। সেটি পুড়িয়েই স্বর্ণগুলো উদ্ধার করা হয়।
বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার শাজাহানকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে বিমানবন্দর থানা–পুলিশ। গত ২৬ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
জানতে চাইলে মামলার বাদী ও কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা বাকী বিল্লাহ বলেন, প্রথমে জামাকাপড়গুলো কেটে ফেলা হয়। তারপর টুকরা টুকরা করা কাপড়গুলো আট ঘণ্টা আগুনে পোড়ানো হয়। পরে সেখান থেকে ছাই সরিয়ে বিশেষ কায়দায় স্বর্ণগুলো উদ্ধার করা হয়। একইভাবে আলিমের পরনের জামাকাপড় পুড়িয়ে স্বর্ণের গুঁড়া উদ্ধার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, একই ফ্লাইটে শাজাহান ও আলিম দুবাই থেকে বাংলাদেশে আসেন। দুবাইয়ের বিশেষ একটি কক্ষে নিয়ে তাদের দুজনের শরীরেই আন্ডারওয়্যার ও গেঞ্জি পরিয়ে দেওয়া হয়। জিয়াউর রহমান তাদের এসব কাপড় পরতে বলেছিলেন।
জিয়াউর রহমান স্বর্ণ চোরাচালানের হোতাদের একজন বলে মন্তব্য করেন পুলিশ কর্মকর্তা রফিকুল। তিনি বলেন, ‘শাজাহান ও আলিমের পরনের জামাকাপড়গুলো পুড়িয়ে চার কেজির বেশি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। শাজাহানের মুঠোফোন ঘেঁটে জিয়াউর রহমানের সঙ্গে তাঁর কথোপকথন এবং বিভিন্ন বার্তা আদান-প্রদানের তথ্য মিলেছে। এগুলো যাচাই-বাছাই করে এই সোনা চোরাচালানির যাঁরা হোতা, তাঁদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।’