রাজধানীর হাসপাতাল থেকে গুলিবিদ্ধ ভারতীয় পাচারকারী আটক

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৫ মে ২০২৫, ০৯:২৯ পিএম
রাজধানীর হাসপাতাল থেকে গুলিবিদ্ধ ভারতীয় পাচারকারী আটক

চোরাচালানে জড়িত সন্দেহে ঢাকায় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৫ মে) রাজধানীর মগবাজারের একটি হাসপাতাল থেকে তাকে আটক করা হয়।

আটক সুজন বর্মন ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার বটতলী গ্রামের মঙ্গল বর্মনের ছেলে। তিনি সীমান্তে সক্রিয় একটি চোরাচালান চক্রের সহায়তায় রবিবার সন্ধ্যায় বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করেন। অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। পরে বিজিবি হাসপাতালে তল্লাশি চালিয়ে তাকে আটক করে।

ঢাকায় বিজিবি সদর দপ্তর সূত্র জানায়, গুলিবিদ্ধ সুজন সিন্ডিকেটের সহায়তায় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে বলে বিজিবির কাছে তথ্য ছিল।

ঘটনার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি নজরদারি ও তদন্ত কার্যক্রম জোরদার করে।

 

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, তাদের প্রচেষ্টার অংশ হিসেবে বিজিবির একটি টহল দল সোমবার দুপুরে মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুজনকে খুঁজে পায় এবং তাকে আটক করে।

পরে তাকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান বিজিবি কর্মকর্তারা।