বন্যার্তদের জন্য বিশেষ আবাসন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা


সেনাবাহিনীর তত্ত্বাবধানে বন্যায় ক্ষতিগ্রস্ত, দরিদ্র গৃহহীন মানুষের নিজ বসতভিটায় বিশেষ আবাসন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (৩০ এপ্রিল) তেজগাঁও কার্যালয় থেকে ভার্চুয়ালি ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গোলপাশা ইউনিয়নের কুমাল্লা গ্রামের উপকারভোগী মো. আলম মিয়ার বাড়ির সামনে থেকে অনুষ্ঠান শুরু করা হয়। এ সময় ক্ষতিগ্রস্তদের বক্তব্য শোনেন ড. ইউনূস।
অনুষ্ঠানে গত বছরের বন্যায় কুমিল্লায় ক্ষতিগ্রস্ত গৃহহীনদের ৩০০টি ঘর হস্তান্তর করেন তিনি। এর মধ্যে কুমিল্লা জেলায় নির্মিত ৭০টি ঘর উদ্বোধন করা হয়।
জেলার বুড়িচংয়ে ২৯, ব্রাহ্মণপাড়ায় ১০, সদর দক্ষিণে ৬, চৌদ্দগ্রামে ১০, মনোহরগঞ্জে ১০ ও নাঙ্গলকোটে ৫টি আশ্রয়ণ প্রকল্পের ঘর বন্যায় ক্ষতিগ্রস্ত উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে।
জেলা প্রশাসনের সহযোগিতায় সেনাবাহিনীর ২৪ ও ৩৩ পদাতিক ডিভিশন এসব গৃহনির্মাণ বাস্তবায়ন করে।