ডিএনসিসিতে দুদকের অভিযান

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:৩০ এপ্রিল ২০২৫, ০৩:৫৬ পিএম
ডিএনসিসিতে দুদকের অভিযান

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গাবতলীর পশুর হাটে ইজারা না দিয়ে সরকারের রাজস্ব ক্ষতিসাধনসহ সংশ্লিষ্ট বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখতে দুদকের এই অভিযান চালানো হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) বেলা ১২টার দিকে দুদকের প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিমকে গুলশানে নগর ভবনে যেতে দেখা যায়।

অভিযোগ সূত্রে জানা যায়, গাবতলীর পশুর হাট নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রক্রিয়াগত ভুল দেখিয়ে ইজারা বাতিল করে ডিএনসিসি। পরে নিজেরা হাটের খাজনা আদায়সহ সব দায়িত্ব নিজেরা পালনের সিদ্ধান্তের কথা জানান প্রশাসক মো. ইজাজ।

অভিযোগ রয়েছে, ২২ কোটি ২৫ লাখ টাকার কার্যাদেশ পাওয়া ইজারাদার ‘আরাত মটর’-এর টেন্ডার বাতিল করা হয়। ডিএনসিসি নিজেরা হাট পরিচালনা করার ঘোষণা দিলেও বাস্তবে তৃতীয় সর্বনিম্ন দরদাতা এক ইজারাদারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এতে করে সরকার প্রতিদিন প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকা রাজস্ব হারাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, ‘দুদক অভিযানে এসেছে, এটাকে আমরা স্বাগত জানাই। আমরা নিজেরাও এ বিষয়ে তদন্ত করবো। যেটা রেজাল্ট আসে, তার ওপর ব্যবস্থা নেওয়া হবে।’