ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে হুজুর গ্রেপ্তার

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২৯ এপ্রিল ২০২৫, ০৬:০৬ পিএম
ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে হুজুর গ্রেপ্তার

মাদরাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে হুজুরকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত হুজুরের নাম শেখ সাদী (২২)। সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ৩ টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার কালীতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গত রবিবার (২৭ এপ্রিল) দুপুরের দিকে কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের পুরাতন চড়াইকোল দারুল উলুম মাদরাসা ও এতিমখানার হুজুর শেখ সাদী তার ১২ বছর বয়সী এক হেবজ ছাত্রকে নিজকক্ষে ডেকে নেন।

পরে ওই ছাত্রকে তিনি যৌন নিপীড়ন করেন। এরপর ওই ছাত্র বাড়ি গিয়ে বিষয়টি তার মাকে বলে।

এ ঘটনায় গত সোমবার দিবাগত রাত ১২টার পরে ওই ছাত্রের মা বাদী হয়ে হুজুরের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

ওইদিন রাতেই হুজুরকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মাদরাসায় দিয়েও সন্তানের নিরাপত্তা নেই বলে অভিযোগ জানিয়ে ওই ছাত্রের মা বলেন, ‘কোথায় পড়াব তাহলে? কিভাবে মানুষ হবে সন্তান? আর যেন কোনো সন্তানের সঙ্গে খারাপ কাজ না ঘটে। সেজন্য থানায় মামলা করেছি। উপযুক্ত বিচার চাই হুজুরের।’

কুমারখালী থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা বিল্লাল হোসাইন বলেন, ‘মাদরাসা ছাত্রকে যৌণ নিপীড়ন মামলায় শেখ সাদী নামের এক হুজুরকে রাতে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।‘