ঢাকায় কালবৈশাখী ঝড়ের মধ্যে হঠাৎ বৃষ্টিতে নগরবাসীর স্বস্তি

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৬ এপ্রিল ২০২৫, ০৬:৪১ পিএম
ঢাকায় কালবৈশাখী ঝড়ের মধ্যে হঠাৎ বৃষ্টিতে নগরবাসীর স্বস্তি

তীব্র গরমের মধ্যে বৈশাখের তৃতীয় দিনে নগরবাসীকে স্বস্তি এনে দিয়েছে কয়েক পশলা হঠাৎ বৃষ্টি। এতে গরমের উত্তাপের মধ্যে কিছুটা হলেও শান্তি অনুভব করছেন নগরবাসী। এই প্রতিবেদন লেখার সময় বিকাল ৬টা ৪০ মিনিটেও গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। 

বুধবার (১৬ এপ্রিল) বিকাল পৌনে ৩টার দিকে আকাশ মেঘলা হতে থাকে। তিনটার দিকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি নেমে আসে। সঙ্গে বয়ে যায় হালকা বাতাস। বাড়তে থাকে বৃষ্টির তীব্রতা। 

তবে স্বস্তির পাশাপাশি ভোগান্তিও সইতে হচ্ছে নগরবাসীকে। হঠাৎ বৃষ্টিতে গণপরিবহন বা বাস থেকে নেমেই ভিজতে হয় তাদের। আবার অল্প বৃষ্টিতেও রাস্তায় পানি জমলে অস্বস্তিতে পড়তে হয়েছে পথচারীদের।

রাজধানীর মৌচাক ফ্লাইওভারের নিচে চায়ের দোকানের সামনে দাঁড়িয়েছিলেন বেসরকারি ব্যাংকের কর্মকর্তা জাহিদুর রহমান। বৃষ্টি থেকে বাঁচতে তিনি এখানে আশ্রয় নেন। বৃষ্টির ছাঁট এসে তার শরীরে লাগছিল।

চায়ের কাপে চুমুক দিতে দিতে বলছিলেন, ‘বৃষ্টি মোকাবিলায় প্রস্তুতি না থাকায় অফিস থেকে বের হয়েই ভিজতে হচ্ছে। আবার সড়কের পাশে খোঁড়াখুঁড়ির কারণে নোংরা পানি জমে আছে। তার সঙ্গে মিশছে পয়ঃনিষ্কাশনের বর্জ্য। ফলে শরীরে নোংরা পানি এসে লাগছে।’

সড়কে পানি জমে থাকায় হেঁটে বাসায় যেতে পারছেন না, আবার রিকশাও পাওয়া যাচ্ছে না বলে খেদ প্রকাশ করেন জাহিদুর। 

বিআরটিসি বাসের বয়স্ক এক যাত্রী মিরপুরের চাইনিজ এলাকায় বাস থেকে নামার আগে সড়কের পাশে ছাউনি আছে, এমন জায়গায় বাস থামাতে ড্রাইভারকে অনুরোধ করেন। কারণ বৃষ্টিতে হঠাৎ ভিজে গেলে অসুস্থ হয়ে যাওয়ার শঙ্কা আছে বলে জানান তিনি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পরে।