সন্ত্রাসীদের ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০২ এপ্রিল ২০২৫, ০৫:৩০ পিএম
সন্ত্রাসীদের ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

সন্ত্রাসীদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (২ এপ্রিল) রাজধানীর বাড্ডা, রামপুরা, হাতিরঝিল ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, ‘আমি তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে এসেছি। আপনারা জানেন, সবাই ছুটিতে গেলেও বাহিনীগুলো ছুটিতে যেতে পারেনি। তারা রাত-দিন একাকার করে কাজ করেছেন। এছাড়া এখানে তাদের থাকা-খাওয়ার অবস্থা খুবই খারাপ।’

‘এখন তাদের থাকার অবস্থাটা কীভাবে উন্নতি করা যায়, সেটা নিয়ে আলাপ করেছি। তাদের থাকার অবস্থার অবশ্যই উন্নতি করতে হবে,’ বলেন তিনি।

থানাগুলো পরিদর্শন শেষে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে কী মূল্যায়ন দাঁড় করিয়েছেন, সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আপনারা সারাদিনই তো আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখতেছেন। আগের বছরগুলোর তুলনায় এ বছর আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না খারাপ আপনারাই বলেন।

জবাবে সাংবাদিক বলেন, ‘ভালো’। তখন চওড়া হাসি দিয়ে উপদেষ্টা বলেন, ‘আপনি ভালো বলছেন, আমিও তো ভালোই বলবো।’

এর পেছনে ম্যাজিকটা কী, প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সেটা জানিয়ে দিলে সবাই তো ম্যাজিক শিখে যাবেন। এ জন্য ম্যাজিক তো বলা যাবে না।’

থানা পরিদর্শনে গিয়ে কী নির্দেশনা দিয়েছেন, জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘আপনারা (পুলিশ) ভালোভাবে জেগে থাকলে জনগণ ভালোভাবে ঘুমাতে পারবে। আর আমরা সন্ত্রাসীদের কোনোভাবে ছাড় দেব না। নিরীহরা যাতে হয়রানির শিকার না হন, সেই ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।’