রবিবার থেকে বৃষ্টির আভাস

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৩ এপ্রিল ২০২৫, ০৪:৩৩ পিএম
রবিবার থেকে বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন এলাকায় আগামী রবিবার বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে ওই সময় তাপপ্রবাহের বিস্তার কিছুটা কমে আসতে পারে।

তবে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, দিনাজপুর, নীলফামারী, মৌলভীবাজার, রাঙ্গামাটি, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমূহের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

বৃষ্টির বিষয়ে আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, “দুয়েক জায়গায় ভালো বৃষ্টি হবে; এতে দাবদাহের বিস্তার আরও কমবে। ১০/১২ তারিখের দিকে দেশব্যাপী ভালো বৃষ্টি আছে। তখন তাপপ্রবাহ না থাকার সম্ভাবনা আছে।”