কেরানীগঞ্জে গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু, আহত ২

বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:২১ মার্চ ২০২৫, ০২:৪৬ পিএম

দক্ষিণ কেরানীগঞ্জে গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২১ মার্চ) সকাল ৮টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার নাদুব্যাপারি নৌকাঘাট এলাকায় ঘটনাটি ঘটে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হাসান বলেন, ‘ঢাকার ইমামগঞ্জের ব্যাবসায়ী জিনজিরা থেকে নাদুব্যাপারি নৌকা ঘাটে বুড়িগঙ্গা নদী পাড় হওয়ার সময় তিনজন ছিনতাইকারী দেশীয় অস্ত্র ঠেকিয়ে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। এ সময় ওই ব্যাবসায়ীর চিৎকারে আশপাশের লোকজন ছিনতাইকারীদের আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলে এক ছিনতাইকারী নিহত হন। আহত হন আরও দুইজন।
তিনি বলেন, ‘নিহতের লাশ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত দুই জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার একটি মামলা পক্রিয়াধিন আছে।’