বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি মির্জা আব্বাসের আহবান


বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানিয়েছেন।
‘সাংবাদিকদের চোখ খোলা থাকে, তাদের ৬ষ্ঠ ইন্দ্রীয়ও সব সময়ই কাজ করে’ উল্লেখ করে তিনি সংবাদকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা খোাঁজ নিয়ে দেখেন এবং কোথায় কি ঘটছে তা জাতির সামনে তুলে ধরুন।’
মির্জা আব্বাস আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে একটি অভিজাত হোটেলে ‘আমরা বিএনপি পরিবার’র উদ্যোগে গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, ফটো সাংবাদিক ও ভিডিও সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিল প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
এই ইফতার মাহফিলে ‘বিএনপি বিটে’ কর্মরত সংবাদকর্মীরাসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‘আমরা বিএনপি পরিবার’র আহবায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান ও বেগম সেলিমা রহমান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও সম্পাদক মাহবুবা চৌধুরী।
‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা ও বিএনপি’র যুগ্ম-মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা ও দলের কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপি মিডিয়া সেলের আহবায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, বিএনপি মিডিয়া সেলের সদস্য ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার, ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা ও দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা মোঃ আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, বিএনপি চেয়াপার্সনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার, রিটায়ার্ড ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম ও ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক জাহিদুল ইসলাম রনি।