তারেক রহমানের প্রত্যাবর্তন
যাত্রীদের জন্য বিশেষ বার্তা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের
আগামী ২৫ ডিসেম্বর ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির এই শীর্ষ নেতার আগমণ উপলক্ষ্যে চলছে দেশজুড়ে শেষ সময়ের প্রস্তুতি।
তারেক রহমানের দেশে আগমণের দিন রাজধানীজুড়ে হতে পারে তীব্র যানজট। দলের পক্ষ থেকে আশা করা হচ্ছে দেশের বিভিন্ন স্থান থেকে ৫০ লাখ নেতাকর্মী আসবেন তাকে বরণ করে নিতে।
আর সে কারণেই যাত্রীদের জন্য এক বিশেষ বার্তা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যানজটের কথা মাথায় রেখে যাত্রীদের হাতে সময় নিয়ে বের হতে অনুরোধ জানানো হয়েছে।
সোমবার এক সংবাদবিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ‘আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা, বিমানবন্দর থেকে গুলশানগামী সড়কসমূহ এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক)-তে ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে, যার ফলে তীব্র যানজট সৃষ্টি হতে পারে।’
সেখানে আরও বলা হয়, ‘এমতাবস্থায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের সকল সম্মানিত যাত্রীদের উক্ত তারিখে পর্যাপ্ত সময় হাতে রেখে বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল। আপনাদের যাত্রা সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্ন হোক।’
দেশে পা রেখে প্রথমেই হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন তারেক রহমান। পথিমধ্যে রাজধানীর ৩০০ ফিটে এক গণসংবর্ধনায় অংশ নেবেন তিনি। ইতোমধ্যেই দেশনেতাকে সংবর্ধনা দেয়ার জন্য মঞ্চ প্রস্তুতের কাজ শুরু করেছে বিএনপি।
আরও খবর
শাহজালাল বিমানবন্দরে লাগেজ চুরির ঘটনায় যাত্রী আটক
বিমান টিকিট সিন্ডিকেটের বিরুদ্ধে আসছে কঠোর শাস্তির বিধান
বায়রা নির্বাচন: ভোটার নিবন্ধন শেষ ১৮ নভেম্বর
এবার এয়ারবাসের ‘ডিপ্লোম্যাটিক লবিং’, ঢাকা মিশনে ৪ কূটনীতিক
ঢাকায় যাত্রা শুরু হলো সাউদিয়া এয়ারলাইন্সের সিটি টিকেটিং অফিসের কার্যক্রম