অস্ত্র মামলায় রিমান্ড শেষে কারাগারে ছাগলকাণ্ডের মতিউর
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:১৮ জানুয়ারি ২০২৫, ০৬:০৪ পিএম
ছবি : সংগৃহীত
ছাগলকাণ্ডে আলোচনায় আসা এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমানকে ভাটারা থানার অস্ত্র মামলায় তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। কারাগারে বিধি অনুযায়ী ডিভিশন ও চিকিৎসা সুবিধা পাবেন তিনি।
শনিবার (১৮ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে, মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে স্ত্রীসহ ডিবির হাতে গ্রেফতার হন সাবেক এই এনবিআর কর্মকর্তা।
এ সময় তার কাছ থেকে অবৈধ অস্ত্র ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। পরে তাকে ভাটারা থানায় অস্ত্র আইনের মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে ঢাকার আদালতে তোলা হলে ৩ দিনের রিমান্ড দেন আদালত। রিমান্ড শেষে এদিন আদালতে নেয়া হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।