মঙ্গলবার পর্যন্ত মুলতবি জিয়া অরফানেজ মামলার শুনানি 

Bangla Post Desk
বাংলা পোস্ট প্রতিবেদক
প্রকাশিত:০৯ জানুয়ারি ২০২৫, ০৩:৪৪ পিএম
মঙ্গলবার পর্যন্ত মুলতবি জিয়া অরফানেজ মামলার শুনানি 
ছবি : সংগৃহীত

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিলের শুনানি শেষ হয়েছে। এ মামলার আরেক আসামি বিচারাধীন থাকায় আগামী মঙ্গলবার (১৪ জানুয়ারি) পর্যন্ত শুনানি মুলতবি করেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে শুনানি শুরু হয়। মাঝে ৩০ মিনিট বিরতি দিয়ে শুনানি চলে দুপুর সোয়া ১টা পর্যন্ত।
 
শুনানিতে বিএনপির আইনজীবীরা বলেন, মিথ্যা মামলায় তাকে সাজা দেয়া হয়েছে। এ সময় আবেগ প্রবণ হয়ে পড়েন বেগম জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।
 
এদিন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী শুনানিতে বলেছেন, দুর্নীতি, অনিয়ম ও বিশ্বাসভঙ্গের কোনো প্রমাণ নেই মামালার নথিপত্রে।
 
শুনানি শেষ হওয়ার পর জানা যায়, এ মামলার আরেকজন আসামির আপিল এখনও শুনানির জন্য প্রস্তুত হয়নি। পরে ১৪ জানুয়ারি পর্যন্ত শুনানি মূলতবি করা হয়।
 
এর আগে গত ১১ নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজার বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার লিভ টু আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ। একইসঙ্গে বিএনপি নেত্রীকে দেয়া ১০ বছরের সাজা স্থগিত করেন সর্বোচ্চ আদালত। পাশাপাশি আপিলের সারসংক্ষেপ দুই সপ্তাহের মধ্যে দাখিল করতে নির্দেশ দেয়া হয়।
 
৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত হয়। পরদিন সাজা মওকুফ করে মুক্তি দিয়ে প্রজ্ঞাপন জারি করে রাষ্ট্রপতির কার্যালয়। 

বেগম জিয়ার আইনজীবীরা বলছেন, রাষ্ট্রপতির ক্ষমা ভিক্ষা চাননা বিএনপি নেত্রী। আইনি প্রক্রিয়ায় মামলা মুক্ত হতে চান তিনি। এরপর শুরু হয় দুর্নীতির দুই মামলায় সাজার বিরুদ্ধে আইনি লড়াই।