সাইবার সুরক্ষা আইনে মামলা করেছেন ঢাবি শিক্ষক মোনামী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আনিম ভূইয়া মোনামী তার সম্পাদিত ও বিকৃত ছবি ফেসবুকে পোস্ট এবং সেগুলোতে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করার অভিযোগে সাইবার সুরক্ষা আইনে মামলা করেছেন।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর শাহবাগ থানায় চারজনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে এই মামলা করেন তিনি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তদের মধ্যে রয়েছেন: সাংবাদিক ও অ্যাকটিভিস্ট মুজতবা খন্দকার, লেখক ও অ্যাকটিভিস্ট মহিউদ্দিন মোহাম্মদ, ঢাকা কলেজের শিক্ষার্থী নিরব হোসাইন ও আশফাক হোসাইন ইভান।
এজাহারটিতে আসামিদের কুরুচিপূর্ণ মন্তব্যের স্ক্রিনশট সংযুক্ত করে দেয়া হয়েছে।
মামলা করার সময় ঢাবি শিক্ষক শেহরীন আনিম ভূইয়া মোনামীর সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আইন ও মানবাধিকার সম্পাদক মো. জাকারিয়া, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম ঝুমা।
জানা গেছে, অভিযোগের গুরুত্ব বিবেচনায় অধিকতর তদন্ত ও দ্রুত অপরাধীদের শনাক্ত করার জন্য মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ইউনিটে পাঠানো হয়েছে।
মামলা দায়েরের পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শেহরীন আনিম ভূইয়া মোনামী বলেন, ‘আমার রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, আমি একজন সাধারণ শিক্ষক। সেখানে আমাকে নিয়ে গত এক বছর ধরে এমন আচরণ করা হচ্ছে, যার কোনো প্রতিকার পাচ্ছি না। মামলাটা একদম শেষ মুহূর্তে এসে করেছি।’
তিনি আরও বলেন, যখনই কোনো নারী সত্যের পথে এগিয়ে যেতে চায়, তখন তাকে দমানোর জন্য এমন যৌন হয়রানি (সেক্সুয়াল হ্যারাসমেন্ট) এবং অনলাইন বুলিং করা হয়। এই মামলাটি একটি বার্তাবাহক হিসেবে কাজ করবে উল্লেখ করে তিনি বলেন, অজ্ঞাতনামা আসামিও রাখা হয়েছে, যাতে ভবিষ্যতে একই ধরনের কাজ করলে তাদের নামও এই মামলায় যুক্ত করা যায়।
